আকাশপ্রদীপ
..আলোর শিখায় সব আলোকিত করে,
মানুষেরে করে যাব ধন্য করে,
নব যুগে নব দিগন্তে উদয়ন্ত রবি,
আমি হয়ে আসি আজিকার কবি…..
Followers
Saturday, February 22, 2014
এত সুন্দর আকাশ, বাতাস
...এত সুন্দর আকাশ, বাতাস,
নক্ষত্র, পৃথিবী, আর মানুষ
যিনি বানিয়ে রেখেছেন,
দেখলেই শুধু তুমি, বাহবা দিলে না,
তোমার কাজের প্রাপ্য মর্যাদা দেয়া না হলে
কি করতে তুমি ভেবে দেখেছ কি???
No comments:
Post a Comment