Followers

Saturday, June 13, 2020

জীবন ও মৃত্যু

একমাত্র মৃত্যু ছাড়া 
মৃত্যুর মতো কিছু নাই,
জীবন যেমন অপ্রত্যাশিত 
তাই জীবন সুন্দর, 
(জীবনের খুব কাজ থেকে দেখে)
মৃত্যুও জীবনের মতো বিস্ময়ের
তাই মৃত্যুও জীবনের মতো সুন্দর হয়ে থাকে,
মৃত্যু কাছে আনে অন্য সময়ের,
মৃত্যু কাছে আনে অন্য ভুবনের,
মৃত্য কাছে আনে অন্য বিস্ময়ের,
মৃত্যুর মতো কি সুন্দর আছে বল!
জীবনের মতো মৃত্যুর হাত ধরে চলো,
এক হাতে জীবন, আরেক হাতে মৃতকে ধরো
এক হাতে এ পৃথিবীর বিস্ময় 
আরেক হাতে ধরে মৃত্যুর কথা বোলো 
  


No comments:

Post a Comment