টেনে নিয়ে গেলো কেউ উত্তরে,
তাই ছেড়া ছেড়া মেঘগুলো
ছুটে চলে তাদের পিছু পিছু বহুদূরে,
সারা রাত মেঘে ঢেকে থাকা
পূর্ণিমার চাঁদ তাই,
এইবার যেন ভাসিয়ে দেয়
শান্ত স্নিগ্ধ রাতের আঁধার,
যদিও রাতের বেশিক্ষন নেই আর,
বেশিক্ষন নেই রাতের আঁধার,
ধীরে ধীরে ঐ চাঁদ ডুবে যায়
দিগন্তে কি চাঁদকে বড় দেখায়?
বাদুড়ের দল তারি খোঁজে ছুটে যায়,
তাদের সেইসব ভৌতিক ছায়া,
এইসব অজাগতিক মায়া,
শুধু মনে হয়
জাগতিক নয়, জাগতিক নয়....
Mooresville, NC
No comments:
Post a Comment