......... এই কবিতা আরো একবার তোমাকে তারার ভুবনের কাছে নিয়ে যাবে...
....................................................................................................................................
.... এ এক দারুন তারার সমারোহে,
আজ আকাশের বুক ভেদ করে
নেমে এসেছে আরো অজস্র তারাদের দল,
নেমে এসেছে, খুব কাছে,
পৃথিবীর কাছাকাছি,
তারাদের দল রাশিরাশি,
আমি ব্যস্ত জীবনের এক টুকরো
সময় নিয়ে আকাশের দিকে তাকাতেই
বিস্ময়ে আমার হৃদয় বলে উঠলো যেন,
আমি এতো ক্লান্ত কেন?
কোথায় থেকেছি আহারে,
এ তারার অসংখ্য ভুবন ছেড়ে,
এইসব তারাদের দল,
সব গ্লানি মুছে দেয়,
মুছে দেয় জল,
আরো রাত্র্রী গাঢ় হলে,
কাছিকাছি আছে আরো,
আরো করে ঝলমলে,
আর আমি শুধু মুগ্ধ হয়ে
এইসব তারাদের অবয়ব দেখি,
আর ভাবনার মাঝে
অজস্ৰ শব্দের, অজস্ৰ কবিতা লেখি..
Mooresville, NC
1.9.2019
No comments:
Post a Comment