সব ভুবনের বাদশা
যাকে সম্মান জানায়
তুমি তাকে কত টুকু শ্রদ্ধা জানালে,
মানুষ আশরাফুল মাখলুকাত
তার মাঝে সর্বশ্রেষ্ঠ হয়
নবী (সঃ), তাঁর তরে কতটুকু দুরুদ পাঠালে!
ইহ কালে বল
বল পরকালে
নবীর (সঃ) শিফাতপেতে হলে ,
দরূদ পাঠাও
বেশি বেশি সালাম পাঠাও
শিফাত পাবে তবে ইহকালে আর পরকালে ...
No comments:
Post a Comment