আহা দারুন বাতাস,
গায়ে হাত বুলানো বাতাস,
এলোমেলো চুলে,
তুলতুলে গালে
চুমু দেয়া বাতাস,
কেন এমনটা হয় না,
কষ্টগুলো উড়ে যাক
ভাবনাগুলো থাকে না,
জীবন কেন নয় আনন্দময়!
সুখগুলো কেন অন্য কোথাও থেকে যায়!
আহা দারুন বাতাস,
আধারের রাতে মন ভারী হয়ে আসা বাতাস...
nice one
ReplyDelete