Followers

Sunday, January 20, 2019

এইসব অদ্ভতসব বিষয়

এইসব অদ্ভতসব বিষয়,
হৃদয়কে করে বিস্ময়,
এই পূর্ণিমার রাতে
আলোকিত চাঁদ দেখা যায়,
দূর থেকে অনতিদূরে
দেখা যায় মিহি আলোয়
ভেসে গেছে, ভেসে গেছে ভুবনময়,
ঝিঁঝিঁরা ডাকছেনা এতো উচ্চস্বরে,
পূর্ণিমার চাঁদের সম্মোহনে
সময়ও যেমন ধীরে ধীরে চলে,
তারাও ডাকছে ধীরে ধীরে,
জোনাকির দল আলো জ্বালছে
আলতো করে, টিপেটিপে,
তারাও যোগ দেয় ঝিঁঝিঁদের আলাপে,
আহা, এ রাতের
পূর্ণিমার এ জলসানো চাঁদের
আলো পোহানোয় চলে যায় সময়,
আর এইসব অদ্ভতসব বিষয়,
হৃদয়কে করে বিস্মিত, হৃদয়কে করে বিস্ময়




No comments:

Post a Comment