...জীবন আমাকে নিয়ে আসে দূরে,
হৃদয় চূর্ণ করে হৃদয় শূন্য করে,
মন পরে থাকে দেশের তরে,
এই মন শুধু ঘুরেফিরে,
অলির আর গলির ভিতরে,
গলি ছেড়ে বড় রাস্তায়
মাইলের পর মাইল হেঁটে যাই,
হওয়া লাগে চুলে,
লাগে হওয়া গালে,
কখনো কি ক্লান্ত হই!
পথে হাঁটা দুরে হয়,
মিলে আসে হৃদয়ের সব জন,
মিলে যায় ব্যথাতুর মন,
বন্ধুর মতন কি আছে হৃদয়ে,
মনের কথা বন্ধুর কাছে হয়ে
পথে হাঁটা থামে নাকো আর,
বন্ধুরা যখন ঢুকে যায় মনের ভিতর,
এখানে বন্ধুরা নাই বন্ধুর মত,
হাঁটা হয় না আগে হত যত,
মন পরে থাকে দেশের তরে,
অলির আর গলির ভিতরে...
No comments:
Post a Comment