Followers

Saturday, February 23, 2019

এক কবির জীবন চেয়ে ছিল হৃদয়

......এক কবির জীবন
চেয়ে ছিল হৃদয়,
ভালোবাসা ছড়াতে
ঘৃণার কোনো বোধ নয়,
ভালোবাসা পেতে,
কবিরাই সবচেয়ে
ভালোবাসা পায়,
কবিরাই তুলে আনে রূপ,
কবিরাই সাজায় অপরূপ
সব রূপ কবিতার ভাঁজে,
কাছের আর দূরের মাঝে
পৃথিবীর কত দেখা অদেখা বিষয়,
দৃষ্টির আড়ালের সব বিস্ময়,
কবি কাছে উন্মোচিত হয়,
কবিরা দেখে,
কবিরা লেখে,
এই সব কবিতা মায়াময়,
এক কবির জীবন
চেয়ে ছিল হৃদয়,
দুঃখ ক্লান্তি ভুলে
কবির চোখ মেলে
চারদিকে তাকালে,
কতকিছু দেখা মিলে,
কত ছন্দ পরে ধরা
কবি আর কবিতা ছাড়া
কোনো কি জীবন হয়
এক কবির জীবন
চেয়ে ছিল হৃদয়.....

No comments:

Post a Comment