Followers

Saturday, February 2, 2019

সল্ট লেক সিটি

...........স্বপ্ন দেখতে পারি বলেই,
তুমি আমি মানুষ,
আমাদের স্বপ্নের প্রতিফলন
আমাদের দিন রাত্রি,
তবে আমি কোনো স্বপ্নের কথা বলছি না,
তবুও স্বপ্নের মতো এই হ্রদ
দুইপাশে শান্ত স্নিগ্ধ মায়াময় বোধ,
পাহাড়ের বুকের নিগড়ানো
অল্প অল্প জলধারা থেমে আছে এখানে,
ঠিক শুধু বেদনা নয়,
আবার শুধু আনন্দেরও নয়
এখানে আসার অনুভূতি,
আনন্দ বেদনার মাঝামাঝি কি
অন্য কোনো অনুভূতি হতে পারে?
এমন অনুভূতি শুধু
রক্ত মাংসের মানুষই পেতে পারে,
বাতাসের আঙ্গুলি
হাতে মুখে বুলাতেই মনে হলো,
এই সুরু পথে হাঠতে হাঠতে
আমার যেন হলো
এই বোধ,
এই পাহাড়, উপত্যকা আর হ্রদ,
পাখিদের পিছু পিছু এখানে আসেনিতো!
পৃথিবীর মায়ায় থেকে গেছে,
অন্য ভুবন ভুলে গেছে,
তারপর এই স্বপ্নের মত ভূমি,
স্বপ্নের মতো অন্যরকমই,
আরো কত স্বপ্নের জন্ম দিলো
মানুষকে মানুষের মতো করে ভাবতে শিখালো............


No comments:

Post a Comment