আরেকবার আমি এই
তারার মেলার দিকে তাকাই,
তাদের এই বিস্ময় রূপে
কাউকে না বলে আমি চুপেচুপে
কত রাত্রি পার করে দেই
যেখানে থাকার, সেখানে আমি নেই,
কোলাহল ছেড়ে তাদের অপরূপে
বিস্মিত হই প্রতিবার অনুরূপে,
কতবার মনে হয়েছে আরে!
এইসব নক্ষত্রেরা কাছ থেকে
আরো কাছে এসে পরে,
আর বিস্মিত করে আমাকে,
বিস্ময়ে যায় আমার হৃদয় ভরে
এই নক্ষত্রের ভীড়ে বারেবারে
No comments:
Post a Comment