Followers

Saturday, April 6, 2019

জীবন, মৃত্যু আর সময়

বিষন্নতা আছে,
মৃত্যুর পর,
শুন্যতার এই বোধ,
বারে বারে
স্মৃতিকে হাতড়িয়ে ফিরে,
মনে হতে চায়না
জীবনকে জীবন্ত
আর দেখা হবে না,
হাঁসি দেখা হবে না,
না বলা কথা বলা হবে না,
জীবনের সব অদ্ভত রূপ ছেড়ে,
মৃত্যুর মত অনাহুতর
ডাকে সারা দিয়ে
চলে যাওয়া যেন,
জীবনের অর্থ আরেকবার
খুঁজে পাবার
জোর তাগিদা দেওয়া,
মৃত্যুর মত অনাহুতর
ডাকে সারা দেয়া যেন,
ফেলে আসা সবাইকে বলা,
মৃত্যুর ডাক কেউ উপেক্ষা করতে পারেনা,
মৃত্যুর ডাক কখনোই উপেক্ষা করা যায় না,
মৃত্যুর ডাকে,
           জীবনের স্মৃতি সময়ের কাছে থেমে থাকে

No comments:

Post a Comment