এমন দিন একটি চেয়েছিল হৃদয়,
হিমেল হাওয়ার একদিন, একটুও উষ্ণ নয়,
হালকা মেঘে ছেয়ে থাকা আকাশে
সূর্যের উত্তাপ নেই,
এমন বসন্তের দিনে
এখানে,
সুবুজের মাঝে
অনেক রঙিন ফুলে
ছেয়ে গেছে ভুবন,
ছেয়ে আছে এই প্রান্তর,
ছেয়ে গেছে মন,
আর এমন দিনে
এই প্রান্তরে,
ভীষণ ভালোলাগার সুবাস নিয়ে,
রঙ্গিনী এগিয়ে এলো,
হাত না ছুঁলেও
হৃদয় ছুঁয়ে গেলো,
সবুজের মাঝে
সবচেয়ে রাঙা ফুল
আমার ভুবন রাঙালো,
হাত ছুঁয়ে না দিলেও হৃদয় ছুঁয়ে দিলো,
এমন তৃপ্তিময় সময়ে তারে পাই
এমন দিন একটি চেয়েছিল হৃদয়
No comments:
Post a Comment