আরেকবার আমি সমুদ্র সৈকতে যাবো,
দূর থেকে নয়
কাছে গিয়ে কথা কব,
দু হাত মেলে দিয়ে
সমুদ্রের ঢেউয়ে মিলে যাবো
সমুদ্রও টেনে নিবে কাছে,
সমুদ্ররের সাথে
আমার অনেক কথা আছে,
আমরা বৃথায়,
জীবনের কাছে খুব বেশি কিছু চাই,
অথচ দেওয়ার মাঝেই
সুখ বুজে আছে,
এইসব অর্থবহ সব
সমুদ্র বলেছে,
বলেছে সে সেইসব কথা,
সমুদ্র দিয়েছে ঢেউ,
দিয়েছে জোয়ার
দিয়েছে ভাটা,
বালিয়াড়ি,
ঝিনুক,
আর অজানা কত রহস্য!
আমার গভীর স্বাদ জাগে
আরেকবার আমি সমুদ্র সৈকতে যাবো,
দূর থেকে নয়
কাছে গিয়ে কথা কব..............
No comments:
Post a Comment