Followers

Saturday, February 16, 2019

মুক্তোর মতো গলায় জড়ালে

.......শতাব্দীর পর শতাব্দী
এমনিই ছিল পৃথিবী,
শীতল থেকে শীতলতর
হতে হতে জল স্থল
উর্বর মৃত্তিকার আবির্ভাব,
তখনো তো ছিল
সাগরের তলদেশে
ঝিনুকের বুকে শুয়ে
ঝিনুকের ভালোবাসা লয়ে,
তারপর মানুষ তাকে
ঝিনুকের মুক্তকে
খুঁজে পেয়ে,
ভালবাসায় গলায়
জড়াল,
তার আগে শুধু
এই মুক্তর জীবন
অজানা যেমন,
আমিওতো ছিলাম অদৃশ্যলয়ে
হৃদয়ের ব্যথা হৃদয়ে
বয়ে বয়ে,
শতাব্দীর পর শতাব্দী
শান্ত নদী, নিরবধি,
তারপর তুমি
তারপর আমি
সময়ের কোনো এক তীরে
সময়ের কাছে এসে ভিড়ে
হলো যেন মনে,
সাগরের গহীনে,
জীবনের অনেক স্মৃতি নিয়ে
পরে থাকা থেকে,
তুমি আমাকে,
নিয়ে আসলে জীবনে যেন,
সুন্দরতম মুহূর্তে কোনো,
মরীচিকা থেকে তুলে,
মুক্তোর মতো গলায় জড়ালে.............

No comments:

Post a Comment