Followers

Monday, February 11, 2019

আশ্চর্যময় এই জোৎস্নার রূপ

...আশ্চর্যময় এই জোৎস্নার রূপ
বলে কি বোঝানো যায়!
তাই জোৎস্নার আলো পোহানোর
নিমন্ত্রণ রইলো আমার আঙিনায়,
এখানে শহুরে আলো নেই,
মিটি মিটি কুপি জ্বলে,
জোৎস্না ছড়ালে
কুপি নিভিয়ে দেই,
তারপর শুধু
জোৎস্নার মাখামাখি,
আমি শুধু
চাঁদের দিকে চেয়ে থাকি,
আর আমার আঙিনায়,
জোৎস্নার আলোয় ভেসে যায়,
এই আলোর খেলা
বলে কি বোঝানো যায়!
তাই জোৎস্নার আলো মাখানোর
নিমন্ত্রণ রইলো আমার আঙিনায়,
সবচেয়ে অদ্ভত লাগে,
কিছুক্ষন এই চাঁদের দিকে
চেয়ে থাকলে,
নিজেকে আশ্চর্য কিছু মনে হয়,
কখনো মিহি মেঘ,
কখনো মেঘের শরীরে হারাই,
কখনো জোনাকি,
কখনো পেঁচা
অথবা ঘুঘু পাখি,
কখনো বাতাসে,
চোখে খুব ঘুম চলে আসে,
এমন আবেগময় বোধ,
বলে কি বোঝানো যায়,
তাই জোৎস্নার আলোর উৎসবে,
নিমন্ত্রণ রইলো আমার আঙিনায়.....

No comments:

Post a Comment