Followers

Sunday, February 24, 2019

সেই অদ্ভত মুহূর্তে মৃত্যু ছুঁয়েছে তাকে

সেই অদ্ভত মুহূর্তে মৃত্যু ছুঁয়েছে তাকে
                                          প্রয়াত কবি আল মাহমুদের স্মরনে
*****************************

সেই অদ্ভত মুহূর্তে
মৃত্যু ছুঁয়েছে তাকে,
নিয়ে গেছে জীবনের বোধ,
রেখে গেছে নদী
রেখে গেছে নদ,
পরে থাকে করবী
পরে থেকে বিকেলের রোদ,
এই সময়ের তীরে
কল্পনাতীত মানুষের ভীড়ে
আমরা মুহূর্তে মুহূর্তে বাঁচি,
জীবনের এই পারে
মুহূর্তে মুহূর্তে সবস্মৃতি,
আহা কত প্রীতি!
কবির তরে,
কবি মিলে যাবে
অসংখ্য আত্মার ভিড়ে,
কেন জানি মনে হয়,
আপনি যেভাবে জীবনকে চেয়ে ছিলেন,
জীবন ঠিক সেভাবে হয় নাই, 
দুঃখ কষ্টের ভিড়ে কেটেছে
জীবন মনে হয়,
এইতো এপারের যত ক্লান্তির রেশ,
এখানেই শুরু ছিল,
               এখানেই শেষ,
কবি, ওপারে যাত্রা যেন ভালো হয়,
এই শুভ কামনায়
              বিদায় কবি বিদায়!


No comments:

Post a Comment