সীমাহীন সময় ধরে তারারা
কোনো এক সম্মোহনে
ঘুরপাক খাচ্ছে দল বেঁধে,
অতলান্ত স্থান জুড়ে
এইসব তারাদের দল
যখন উঁকি দেয়
রাতের গভীরে,
তাদের অবয়ব
আঁধারের শরীর ভেদ করে,
এক মায়াময় সর্পিল ছবি
সযতনে অঙ্কন করে,
একে একে অগণিত
তারাদের দল
তাদের নিজেদের
কক্ষপথে দুধের সাগরে,
ভেসে চলে কোনো এক সুরে,
ভেসে চলে তারা
আরো লক্ষ কোটি বছর ধরে
No comments:
Post a Comment