আকাশপ্রদীপ
..আলোর শিখায় সব আলোকিত করে,
মানুষেরে করে যাব ধন্য করে,
নব যুগে নব দিগন্তে উদয়ন্ত রবি,
আমি হয়ে আসি আজিকার কবি…..
Followers
Thursday, April 3, 2014
মায়াবিনী - ২
মায়াবিনী - ২
... তোমার চোখে ভেসে গেছে
অতলান্ত সময়,
আমার কাছে মনে হয়,
তোমার চোখের দীপ্তি দিয়ে
এই পৃথিবী আলোকিত হয়,
আমার অবাক চোখে তাকিয়ে
কি দেখলে!
তুমি কে হাসলে?
হাসলো এ ভুবনময়,
তোমার চোখে ভেসে গেছে
অতলান্ত সময়...
No comments:
Post a Comment