মা
মা তোর কোলে,
আমার চোখ ভিঝে যায় জলে,
তোকে আমি ভালবাসি
চাইনা আমি রাশিরাশি,
এইটুকু চাই,
হয় যেন ঠাঁই
তোরই চরণ তলে,
মা তোর কোলে,
আমার চোখ ভিঝে যায় জলে,
তোরই জন্য জীবন পাওয়া,
তোরই জন্য বড় হওয়া,
পেলাম নাকো কোন সময়,
বয়ে গেল হেলায় দুলায়
নিব তোকে কখন কোলে তুলে?
মা তোর কোলে,
আমার চোখ ভিঝে যায় জলে,
ডাকবে আমাই কেরে,
আপন নামটি ধরে,
ছুটে এসে,
ধরবে কাছে,
যাব গলায় মিলে,
মা তোর কোলে,
আমার চোখ ভিঝে যায় জলে...
No comments:
Post a Comment