Followers

Tuesday, April 1, 2014

আশে পাশে শুধু হৃদয় শুন্য করা খেলা

আশে পাশে শুধু  হৃদয় শুন্য করা খেলা

...আশে পাশে শুধু
হৃদয় শুন্য করা খেলা,
আমার দিন রাত্রি যায়
চলে যায় কত বেলা,
ভেসে যাওয়া মেঘ
উড়ে যাওয়া পাখি,
আকাশেরা উড়ে গেলে
ঠায় বসে থাকি,
দূরে যায় কিছু
কিছু কাছে আসে,
আধারে হারায় যারা
তারাদের পরবাসে,
শুন্যতা দিয়ে যায়,
স্মৃতি শুধু কথা কয়,
স্মৃতি তো শুধুই
শূন্যতার খেলা,
আমার দিন রাত্রি যায়
চলে যায় কত বেলা...



No comments:

Post a Comment