Followers

Sunday, March 1, 2015

নীরা তুমি ফিরে এসো না আর

...নীরা তুমি ফিরে এসো না আর,
তুমি আমার কল্পনায় থাকো,
তুমি  আমার ধ্যনে জ্ঞানে থাকো,
তুবুও পৃথিবীতে ফিরে এসো না আর,
এখানে আর ভালোবাসা  নেই,
এখানে কোনো মনুষত্ব নেই,
ঘৃণায় ঘৃণায় হৃদয় ভরে গেছে,
এত নৃশংসতায় প্রেম কি বাঁচে,
পৃথিবীর মুখটা সুবুজ শ্যামল নেই আর,
শুকিয়ে গেছে শান্ত  সরোবর,
উত্তাপে, ভীষণ উত্তাপে সবার ঘৃণার,
নীরা তুমি পৃথিবীর বুকে ফিরে এসো না আর,
এখানে কোনো বাক স্বাধীনতা নেই,
বাক স্বাধীনতার নাম অকথ্য ভাষায়,
লোকে কথা বলে, লোকে চরে ফিরে,
অন্য কিছু না পেয়ে ধর্ম কে ঘিরে,
যুদ্ধ ভীষণ,
             যুদ্ধে জীবন,
একটি ফুলকে বাঁচাবার জন্য যুদ্ধ হয় না  আবার,
নিরা তুমি পৃথিবীর বুকরে ফিরে এস না আর....

No comments:

Post a Comment