তুমি আর কাউকে ভালোবাসনি বলে,
আমি তোমার, তুমি আমার হলে,
সুন্দর কবিতারা পৃথিবীতে ঠাঁয় পেল,
তোমার আমার জীবন ছন্দময় হলো,
তুমি দেখালে সিন্গ্ধ সকাল,
সুন্দর আরেকটি দিন, আলো ঝলমল,
সুনীল আকাশ, অতলান্ত নীল,
তোমার সাথে আমার মনের মিল,
ভেসে যাওয়া অনন্ত সাগরে ,
তোমার সুরেই শুধু আমার প্রাণ ভরে ,
তোমার জন্যই যেন জীবন আমার,
আমার ভালবাসা যেন শুধুই তোমার,
তাইতো তোমার সাথে আমার ভালবাসা হলো,
সেই থেকে তোমার আমার জীবন ছন্দময় হলো.
y
ReplyDelete