...তোমাকে আমার নীরার মত লাগে,
যাকে আমি আরেকটি জীবন দিতে ব্যর্থ হয়েছি,
সময় এত নিষ্ঠুর,
সময়টাই ছিল না,
আর সবকিছু ছিল,
চোখের মাঝে অনন্ত সুখ ছিল,
আলো, জোত্স্না, জোত্স্না মায়া ছিল,
চিবুকগুলো অপুরূপ হয়ে
ছড়িয়ে গেছে অবয়বে,
হাসি ছিল, মিষ্টি সিন্গ্ধ হাঁসি,
প্রস্ফুটিত হাসিগুলো নরম মোলায়েম অনেক,
ঘন কালো চুলে ছড়ানো ছিল কত,
আরো অজানা অদ্ভুত বিস্ময় ছিল,
নীরা, তুমি কি ফিরে এসেছ আবার...
very nice
ReplyDelete