এ কবিতা লিখতে
এক মৃত্যু সময় অপেক্ষা করতে হয়েছে,
কিছু সত্য, এক মৃত্যু, মৃত্যুর এক কবিতা ...
*******************
মৃত্যু এসে ছুঁয়ে গেছে তাকে, ওকে,
তারপর আরো অজস্র প্রাণ,
নিমিষেই উবে গেছে অনেকে,
বাসনাগুলো আজ অর্থহীন,
হারিয়ে যাওয়া সপ্নগুলোকে
নাম ধরে ডাকার আছে কে?
স্পর্শেরা আজ অনুভূতিহীন।
তুবও এই মৃত্যু কিছু আনে,
কিছু কিছু অর্থের মানে
জীবনে তোমার আমার,
জীবনের অন্তিমক্ষণে,
মৃত্যুর এই সন্ধিক্ষণে,
সুন্দর জীবনকে পেতে চাই বার বার |
No comments:
Post a Comment