Followers

Thursday, February 13, 2014

আজ বসন্তের সময়

আজ বসন্তের সময়


...আহা! আজ বসন্তের সময়,  
পৃথিবীর বুকে থেকে হিলেম আমেজ 
মুছে গেছে ধীরে ধীরে,
স্বপ্নগুলো ছেয়ে যাচ্ছে বৃক্ষ জুড়ে,  
রঙিন স্বপ্ন 
অনেক রঙের স্বপ্ন আর, 
পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্নে বিভোর, 
সুরেলা কোকিলেরা গান গায়, 
ঝলমলে আকাশে ডানা মেলে দেয়,
বসন্তের হওয়া লাগে পাখনায়,
আহা! আজ বসন্তের সময়,
পৃথিবীর 'পরে  বেঁচে থাকতে বড় ইচ্ছে হয়... 

১ ফাল্গুন ১৪২০
১৩ ফেব্রুয়ারী ২০১৪

No comments:

Post a Comment