Followers

Tuesday, February 11, 2014

মৃত্যু নিয়ে আর একটি কবিতা লিখি 

...মৃত্যু নিয়ে আর একটি কবিতা লিখি,
যখনি আমি অনন্ত আকাশ দেখি,
মাইলের পর মাইল জুড়ে, 
এক দিগন্ত থেকে আর এক দিগন্ত দুরে,
ছেয়ে আছে নক্ষত্রেরা,
ছেয়ে আছে কিছু, যা যায়না ধরা,
তাদের মাঝে থেকে যায় কত,
অযুত নিযুত ক্রোশের অনেক দুরত্ব,
সেই দুরত্বে হিম শীতল ঠান্ডা আছে,
তারাদের আলো কখনো কি সেখানে পৌঁছে?
সেই দুরত্বে দেখা যায় না কোনো আলো,
দেখা যায় শুধু অন্ধকার, আঁধারের কালো,
যতোই দুরে যায়, দূর নিস্তব্দতায়,
এই আঁধার হিম শীতল অন্ধকারময়,
এই রাজ্যের নাম মৃত্যু মনে হয় ,
সেই মৃত্যু যদি স্পর্শ করে আমায়
আমার দুটি চোখ বুঝে আসে নেমে,
দুটি চোখে রাজ্যের আঁধার নামে,
আঁধারের বুকে অসংখ্য তারা জ্বলে,
চিরতরে এই দুরে চলে যাওয়াকে মৃত্যু বলে...

No comments:

Post a Comment