মৃত্যু এসে নিয়ে যায় জীবনকে তারপর,
স্মৃতিগুলো পড়ে থাকে আর
পরে থাকে ঘর,
মাটির কবর,
স্মৃতিগুলো নিয়ে আসে কাছে,
যেখানে সে শুয়ে আসে,
ফুলের মালায়
ভরে যায় নির্জন শহর,
পরে রয় কত উপহার,
চোখে কোনে অশ্রু আসে তখন,
দেখা যায় মুক্তর মতন,
এইভাবে এই সব স্মৃতির ছবি,
জীবনে আসে, করে যায় দাবি,
পরে থাকে শুধুই স্মৃতি, কিছু নয় আর,
মৃত্যু এসে নিয়ে গেলে জীবনকে তারপর...
No comments:
Post a Comment