কবি
... আমি আগা গোঁড়া
পুরদস্তর এক কবি,
চেনা অচেনার,
অবাক করা যত ছবি,
যত রূপ
পৃথিবীর অপরূপ,
আমার ভাবনায়
স্থান পেতে চায়,
আমাকে বলা হয়,
সব কিছু নিয়ে যেন
কবিতা লেখা হয়,
অগনিত নক্ষত্রের
প্রকৃত অবয়ব,
অজানার পারে
আকাশের দল সব,
চেনা দৃষ্টির বাইরের ছবি যত,
আমার দৃষ্টির আলোকে উন্মোচিত,
ভুবনের যত সুর,
ভাল লাগা সুমধুর,
আমার হৃদয়ে
পুরে দিয়ে,
বলা হল
গাও! গান গাও,
সুরে সুরে ভুবনটা ভরে দাও,
সুমধুর সব ভাবনায়,
সময়ের আসা যাওয়ায়,
কবিতায় আঁকি কত ছবি,
আমি আগা গোঁড়া
পুরদস্তর এক কবি,
আমি আগা গোঁড়া
পুরদস্তর এক কবি।
No comments:
Post a Comment