কবি
পাহাড়ের দল,
দাড়িয়ে ঠাঁয় নিশ্চল,
কত উঁচু পৃথিবীর 'পরে,
তপ্ত মাটি শতাব্দীর পর শতাব্দী ধরে,
কত বিস্ময়ের সাক্ষী হলো,
সব বিস্ময় তাকে পাহাড় করে দিল,
সভ্যতার বিস্ময়,
অজস্র আকাশেরা কথা কয়,
আকাশের এই তীরে নক্ষত্রের আনাগোনা হয়,
পৃথিবীরা কাছে আসে দুরে সরে যায়,
কত গ্রহ-নক্ষত্রের দল অজানায় হারায়,
কত শত বিস্ময় এই সময়ের তীরে,
শতাব্দীর পর শতাব্দী ধরে,
এই সব বিস্ময়ের সাক্ষী তারা হলো,
এই সব বিস্ময় তাদের পাহাড় করে দিল,
এই সব আনন্দ-ব্যাদনা
এই সব বিস্ময়,
এই সব সুরের আনাগোনা,
যত নক্ষত্রেরা কথা কয়,
আমি ছড়িয়ে দিয়েছি তাই,
আমি কবি হয়েছে পাহাড় হই নাই,
কত শত বিস্ময়ের সাক্ষী আমার হৃদয় হলো,
এই সব বিস্ময় আমায় কবি করে দিল...
Longmont. Colorado
January 27, 20114
No comments:
Post a Comment