Followers

Tuesday, February 11, 2014

ছবি

...আমি  দেখেছিলাম তারে,
আমার হৃদয় উজাড় করে,
সেতো কয়না কোথা কোন,
দেখে   অবাক হল যেন,
আমি বলি  চুপিসারে,
আমি ভালোবাসি  তারে,
তবুও কয়না কোথা কোন,
শুনে  ভীষণ অবাক যেন,
তাই শুন্য খাতায়  'পরে,
আমার হৃদয় উজাড় করে,
চিঠি  লিখি  তাহার তরে,
আমি দেখেছিলাম তারে...

No comments:

Post a Comment