Followers

Wednesday, February 12, 2014

বসন্ত উৎসব

 বসন্ত উৎসবে,
আনন্দ গানে ভরে রবে,
হৃদয়ে ফুটবে ফুল অনেক রঙিন,
আজ বসন্তের প্রথম দিন,
সকলেরে ভালোবাসো,
প্রানের প্রাঙ্গনে আস,
যেখানে হৃদয় প্রান পায়
যেখানে হৃদয় সুধা পায়
হৃদয়রে করে প্রজ্জলিত,
আজ বসন্তের প্রথম দিন
আজ প্রথম বসন্ত...
১ ফাল্গুন ১৪২০
১৩ ফেব্রুয়ারী ২০১৪

1 comment: