জীবন-২
...আজ পৃথিবীর মানব মানবীরা,
বেঁচে কি আছে তারা?
মৃত্যু চায় যারা,
কেন মৃত্যু চায়?
কেন জীবনকে করে ভয়?
এত কেন ঘৃণায় অবগাহ,
এত কেন হয় হৃদয় দাহ,
এতটুকু কি প্রেম নাই,
যতটুকু ভালবাসায়,
এই পৃথিবীর 'পরে
মানব মানবীরা তুলেছিল গড়ে
প্রেমের বেদী,
নতুন পৃথিবী,
সেই প্রেম নাই,
তাই শুধু মৃত্যু চায়,
জীবনকে করে ভয়,
জীবনের কাছে আসে নাই,
যদি ভালবাসত
তারপর জীবনেরে,
বাঁচতে চাইত
সুন্দর পৃথিবীর 'পরে,
সযতনে রাখত প্রেমের বেদী,
রঙ্গিন করত ধুসর পৃথিবী,
মৃত্যু চাইত না আর,
জীবনের তরে ফিরে আসত বার বার...
No comments:
Post a Comment