Followers

Tuesday, February 11, 2014

জীবন

...আগত মুহূর্তে কি হবে
জানি না বলেই জীবন এত লোমহর্ষক,
আমি এক অবাক দর্শক, 
সময়ের হাত ধরে অলিগলি চলা, 
না গল্পগুলো চলতে চলতে বলা, 
আমি হেঁসেছি, 
আমি হাঁসতে হাঁসতে গল্প বলেছি, 
আমি কেঁদেছি, 
কাঁদতে কাঁদতে গল্প লেখেছি,
আমি চুপচাপ থেকে দেখেছি
দিনগুলো বদলে যেতে,
নিজের ভিতরে খুঁজেছি
পুরনো আমিকে খুঁজে পেতে,
সময়ের হাত ধরে
বদলে যাচ্ছে জীবন,
কেউ জানে না
আগত মুহূর্তটি কেমন,
যদি কেউ তাকে জানতে পেত,
জীবন কি আর জীবন হত...

No comments:

Post a Comment