...সব কিছুর মাঝে
তোমাকে খোঁজা আমার কাছে অন্তহীন,
এটা হয়তো সবার কাছে অর্থহীন,
হয়তো কারো কাছে দ্বের্থ্যহীন,
কিন্তু সবাইতো তোমার প্রেমে পড়েনি,
সবাইতো তোমাকে আমার মত জানেনি,
জানলে হয়ত,
বুঝতো
আমি আকাশের কথা বলতে গিয়ে কার কথা বলি,
আমায় নদীর কথা বলতে গিয়ে কার কথা বলে চলি,
কবিতার মাঝে কার কথা লিখে যাই প্রতিদিন ,
তবুও সব কিছুর মাঝে
তোমাকে খোঁজা আমার কাছে অন্তহীন...
ফেব্রুয়ারী ১৩, ২০১৪
No comments:
Post a Comment