আকাশ
আকাশের
বুকে
মেঘ জমেছে অনেক,
আমি
ঠিক
জানি, কেন আকাশের
মন
খারাপ হয় ,
কেন আকাশেরা আমার
হৃদয়ে
মুখ লুকায় ,
কেন
এত বর্ষা হয় ,
আমি ভিঁজে যাই জলে,
বৃষ্টিস্নাত
বিকেলে,
আমি দু'হাত মেলে
,
আকাশের
দিকে
মুখ তুলে থাকি ,
আকাশকে
কাছে ডাকি ,
আকাশের
বুকে অনেক হাত বুলাই,
আমি ঠিক জানি
No comments:
Post a Comment