Followers

Wednesday, February 19, 2014

আকাশসমূহের কবিতা

আকাশসমূহের কবিতা 


...আকাশেরা অনেক দুরে, তাই,
আকাশের রং নীল হয়,
ব্যদনার রং যে নীল,
ব্যদনামুখুর আকাশেরা অনন্ত অনাবিল...

********************************

...দুরের আকাশে জলের মেঘ নেই,
পৃথিবীর কাছাকাছি, জলের মেঘ হয়,
রং বেরঙের মেঘেদের দল,
সাদা, কালো, আর লাল
আকাশেরা মানুষদের কাঁদতে শেখায়, 
অনাবিল সুখের মাঝে কখনো সখনো কাঁদতে হয়...

*************************************

...সব পৃথিবী ঘিরে মহাকাশ থাকে, 
অনুরিত মেঘ আকাশের বুকে,
এইসব মেঘেদের দল গড়ে
অন্য নক্ষত্র অন্য পৃথিবীর তরে,
সেই মহাকাশ ভেঙ্গে ভেঙ্গে 
কোনো এক পৃথিবীর কাছে আসে না,
সে এক পৃথিবীর খুব কাছে আসতে পারে না,
সব নক্ষত্রের তরে তাকে বাঁচতে হয় ,
মহাকাশ তাই দুরে থাকে, 
কোনো পৃথিবীর খুব কাছাকাছি নয়....

                                            February 19, 2014

No comments:

Post a Comment