সুরী(হাফসা), তোর জন্য
*************************************
অনুজ,
পৃথিবীর সবচেয়ে সুন্দর
হাঁসি তুই পেয়েছিস; তোর চোঁখের
এই হাঁসাহাঁসি,
অতলান্ত নীলের ভাসাভাসি,
এতো মুগ্ধময়, তোকে চেনা যায় না,
এতো প্রাঞ্জল, এতো উজ্জ্বল
হাঁসি হেঁসে, কথা বলিস
চেয়ে থাকিস
না ভালো বেসে পারা যায় না,
তুই বড় হবি,
তোর সবচেয়ে সুন্দর ছবি,
আমি এই কবিতায় রেখে দিলাম,
তোর অনবদ্য হাঁসি,
তোর মুগ্ধময় এই হাঁসি,
আমি এই কবিতায় এঁকে রাখলাম
No comments:
Post a Comment