সুরী(হাফসা) ভালোবাসি তোকে
****************************
এই ঘরে এক কাঠবিড়ালি থাকে,
তাকে সবাই কুট্টুস বুড়ি ডাকে,
তুমি যখন থাকবে আশেপাশে
চুপটি করে থাকবে চেয়ে কাছে
চোখ ফিলারেই, খিলখিলিয়ে হাসে,
কুট্টুস বুড়ি বড্ড ভালোবাসে
আম পেয়ারা আপেল যত আছে,
একটু খেয়ে ছড়ায় আশেপাশে,
চোখ ফিলারেই, খিলখিলিয়ে হাসে,
যখনি বলি, "খাওনা কেন, এক কামড়ের পরে",
বুড়ি বলে "এত্ত খাবার খাবো কেমন করে!
কত্ত রকম খাবার আছে ঘরে,
স্বাদ নিতে চাই সবগুলোরই, একটি একটি করে",
কাঠবিড়ালি ছড়ায় খাবার, এই ঘরে, সেই ঘরে,
"কুট্টুস বুড়ি" - ভালবাসে তবুও সবাই তারে
No comments:
Post a Comment