তোমার চোখে মুখে
বসন্তের রঙ সব লেগে আছে,
তোমার গালে লেগে আছে
বসন্তের সব হাঁসি,
তোমার গ্রীবায় ঠায় পায়
ভালোবাসা নীল,
অনাবিল ভালোবাসা ভালোবাসি,
তোমার কপোলে জুড়ে,
চুল আর ফুল খেলা করে,
খেলা করে হৃদয়ে হৃদয়ের বাঁশি,
হৃদয়ের সুরে হৃদয় জুরে,
অনাবিল ভালোবাসা ভালোবাসি..
No comments:
Post a Comment