Followers

Friday, October 22, 2021

তুমি একটু ছুঁয়ে দাও এখানে

 তুমি একটু ছুঁয়ে দাও এখানে

হৃদয়ের গহীনে, 

হৃদয়ের বনে ফাগুন আসুক,

হৃদয়ের কোনে ভালোবাসা জাগুক,

ভালোবাসা থাকুক হৃদয়ের গহীনে গহীনে,

তুমি একটু ফুঁয়ে দাও এখানে

এ ক্লান্ত প্রাণে, 

এ ক্লান্ত প্রাণে বসন্ত আসুক, 

এ ক্লান্ত প্রাণে ভালোবাসা জাগুক,

ভালোবাসা থাকুক প্রাণের গহীনে গহীনে 

No comments:

Post a Comment