তুমি একটু ছুঁয়ে দাও এখানে
হৃদয়ের গহীনে,
হৃদয়ের বনে ফাগুন আসুক,
হৃদয়ের কোনে ভালোবাসা জাগুক,
ভালোবাসা থাকুক হৃদয়ের গহীনে গহীনে,
তুমি একটু ফুঁয়ে দাও এখানে
এ ক্লান্ত প্রাণে,
এ ক্লান্ত প্রাণে বসন্ত আসুক,
এ ক্লান্ত প্রাণে ভালোবাসা জাগুক,
ভালোবাসা থাকুক প্রাণের গহীনে গহীনে
No comments:
Post a Comment