Followers

Saturday, October 23, 2021

কবিতারা অভিমানী খুব

 কবিতারা অভিমানী খুব, 

ভালোবাসা চায়, 

মনোযোগ চায়, একনিষ্ট যোগ, 

অনেক কিছু বিয়োগের পরে

তাকে বোঝা যায় ঠিকঠাক,

অনেক জ্বালিয়েছে সে, 

তাকে আমি বুঝিয়েছি অনেক, 

মানুষের আর কবিতার জন্য সময় নেই, 

ভালোবাসা চলে গেছে,

কোনো মনোযোগ নেই, 

কোনো দ্বিধা নেই,

কবিতার জন্য প্রেম হারালে 

এমনি হয়, 

এমনি হওয়ার কথা ছিল,

মানুষেরা শূন্য হয়ে গেছে, 

মানুষেরা অন্তসারশুন্যে পৌঁছিয়েছে,

মানুষ মানুষেরা ভালোবাসে না আর, 

পূর্ণিমায় উল্লাস কবে করেছে আবার?

বসন্তে উড়ায় না রঙীন ফানুস, 

এমন ভিড়ে একাকী মানুষ,

তোমার ব্যথায় কেউ হয় না ব্যথাতুর,

তোমায় হৃদয় বেদনা বিধুর,

তোমায় সুধায় না কেউ, "কেমন আছো তারপর?"

তারপর মানুষ মানুষেরা 

দূরে সরে গেছে, 

অযাচিত খেলায় সময় খুইয়েছে,

ভুলে গেছে কবিতার কথা, 

ভুলে গেছে কবিতারা 

হৃদয়ের ক্ষত সারায়, 

প্রাণের ক্লান্তিতে শান্তির হাত বুলায়, 

কবিতার হাত ধরে তারা 

আবারো মানুষ হতে পারে, 

কবিতারা আবারো দিতে পারে

ভালোবাসা ভরপুর, 

অসম্ভব ভালোলাগা মিষ্টি দুপুর, 

পূর্ণিমার উল্লাস, 

বসন্তের বর্ণালী সময়, 

আহা, কবিতার মতো কে দেয় 

এমন ভালোবাসার অনুভূতি, 

আসো তাই, 

কবিতার প্রতি মনোযোগ দেই, 

কবিতারে ভালোবাসি, 

আবারো আমরা হয়ে উঠি মানুষ মানুষী 

No comments:

Post a Comment