Followers

Friday, October 29, 2021

বসন্তের তেমন রং নেই আর

 বসন্তের তেমন রং নেই আর, 

বসন্তের হারানো রং তোমার দুচোখে,

বসন্তের মনকাড়া রং ফেকাসে যেন,

বসন্তের সব রং তোমার চিবুকে,

বসন্তের বাতাসে নেই আগের সুবাস

বসন্তের ঘ্রান ছড়ানো তোমার আঁচলে,

বসন্তের আবেশ যত ভিড় করে থাকে

তোমার নরম কোমল পিঙ্গল চুলে, 

তোমার তুলতুলে গালে 

ভীড় করে বসন্তের সব হাঁসি,

তোমার অধরার হাঁসি 

ভালোলাগা আরো বেশি,

আবার কি বসন্ত পাবে 

এমন রাঙ্গানো দিন,

তোমার অবয়বে 

এমন সব বসন্তরা কত না মলিন!

No comments:

Post a Comment