Followers

Thursday, June 10, 2021

সমুদ্রের এই ঘ্রান

 সমুদ্রের এই ঘ্রান,

বাতাসের কোলে ভেসে আসে, 

চোঁখে মুখে হাত বুলায়, 

চুলে বিলি কাঁটে, 

দেহের ফাঁকে ফাঁকে স্পর্শ করে যায়,

স্পর্শ করে হৃদয়, 

হৃদয় বায়বীয় হয়, 

বাতাসের  কোলে ভেসে ভেসে, 

দূর সমুদ্রে চলে যায়... 


No comments:

Post a Comment