আকাশপ্রদীপ ..আলোর শিখায় সব আলোকিত করে, মানুষেরে করে যাব ধন্য করে, নব যুগে নব দিগন্তে উদয়ন্ত রবি, আমি হয়ে আসি আজিকার কবি…..
সমুদ্রের এই ঘ্রান,
বাতাসের কোলে ভেসে আসে,
চোঁখে মুখে হাত বুলায়,
চুলে বিলি কাঁটে,
দেহের ফাঁকে ফাঁকে স্পর্শ করে যায়,
স্পর্শ করে হৃদয়,
হৃদয় বায়বীয় হয়,
বাতাসের কোলে ভেসে ভেসে,
দূর সমুদ্রে চলে যায়...
No comments:
Post a Comment