Followers

Wednesday, March 5, 2014

নারী

নারী

কবিতারা তোমার কথা বলে
কবিতাদের তাই তুমি নেও তুলে
ঠোঁটে,
গালে,
গ্রীবায়,
কবিতায় হৃদয় সিক্ত হয়,
তোমাকে বুঝতে হলে
যেন সবাই কবিতা পরে তাহলে,
কবিতারা আদ্যোপান্ত তোমার কথা বলে...

No comments:

Post a Comment