Followers

Thursday, March 13, 2014

মেঘেদের বিস্ফোরণ


মেঘেদের বিস্ফোরণ

প্রচণ্ড বিস্ফোরণ হয়েছে আকাশে,
মেঘেদের বিস্ফোরণ,
ফুলে উঠছে মেঘেদের দল,
ছড়িয়ে পড়ছে আকাশের বুক জুড়ে,
আকাশটা একদম নীল ছিল,
পুরো আকাশটা পুরোপুরি নীল ছিল,
মেঘেদের বিস্ফোরণে,
ঢেকে যাচ্ছে নীলিমা,
একটু একটু করে,
আর একটু,
আর একটু খানি...

কত আকৃতি ক্ষণে ক্ষণে,
নীল ব্যাক গ্রাউন্ডে ফুটে ফুটে উঠছে,
একে একে নতুন সব ছবি,
নাম দেয়া যাক এক একটারঃ
এভারেস্ট,
ব্যাঙের ছাতি,
ধবল জবা,
হিরশিমা নাগাসাকি,
বিস্তৃত উদ্যান যে বেড়ে যাচ্ছে শুধু...

এ মেঘে বৃষ্টি হয়না,
আশ্রয় খোঁজার ভয় নেই,
সবুজ ঘাসে শুয়ে শুয়ে শুধু
জলরঙে মেঘেদের ছবি আঁকা দেখা
আর এক একটা নাম দেয়াঃ
পালতোলা নৌকা,
সাগরের ঢেউ,
বালুকা বেলা,
চেনা কত মুখ...

No comments:

Post a Comment