অভিমানী যোদ্ধা
(কবিতা টি গত বছরের লেখা (২৬ মার্চ ২০১৩), যখন মাতৃভূমির দেশদ্রোহীদের বিচারের কাজ চলছে। কবিতা টি আমি হারিয়ে ফেলেছিলাম, আজ খুজে পেলাম। )
মোহাম্মাদ ফরিদ উদ্দিন
ওঁদের আসার কথা ছিল,
ওঁরা আসবে না,
সব কথা জানালা বন্ধ করে দাও,
অভিমানী যোদ্ধা অপেক্ষা করে চলে গেছে,
তোমাকে কেউ যদি
বেয়াল্লিশ বৎসর প্রতীক্ষায় থাকতে বলে,
তুমি নিশ্চয়ই চলে যাবে সব আশা ছেড়ে,
বেয়াল্লিশ মিনিট অপেক্ষা করে,
অথবা বেয়াল্লিশ ঘণ্টা,
হয়তো বেয়াল্লিশ দিন অপেক্ষা করতে পারো
না হয় ধরে নিলাম বেয়াল্লিশ মাস,
তুমি কি থাকবে বেয়াল্লিশটি বৎসর?
থাকবে না,
ওঁরা তো বেয়াল্লিশ বছর অপেক্ষায় ছিল,
বেয়াল্লিশ বছর হায়ানাদের বিচরন দেখেছে,
বেয়াল্লিশ বছর ধরে ভেবেছিল,
চেয়েছিল মাতৃভুমিটা চির তরে স্বাধীন হোক,
দিয়েছে প্রিয় জীবন, প্রিয় মাতৃভূমির জন্য,
কেউ তাঁদের বলেনি যুদ্ধে যেতে,
কেউ তাঁদের বলেনি বিজয়ের সূর্য ছিনিয়ে আনতে,
ওঁরা পেরেছে মায়ের মুখে হাসি আনতে,
ওঁরা পেরেছে বিজয়ের নিশান উড়াতে,
এতটুকুই চাওয়া ছিল,
এতটুকুর অপেক্ষায় ছিল,
দেশদ্রোহীদের বিচার হবে,
কোথায় হল!
বেয়াল্লিশ বৎসরেও হল না,
কবে হবে কেউ কি জানে,
তাই তাঁরা বেয়াল্লিশ বছর অপেক্ষা করে চলে গেছে,
ওঁরা আসবে না আর,
সবগুলো জানালা বন্ধ করে দাও,
অভিমানী যোদ্ধা
অপেক্ষা করে চলে গেছে দূরে,
চলে গেছে বহু দূরে ........
No comments:
Post a Comment