Followers

Saturday, March 22, 2014

হৃদয়ের ভালবাসা খুইয়ে ফেলেছি

হৃদয়ের ভালবাসা খুইয়ে ফেলেছি
                               

হৃদয়ের ভালবাসা খুইয়ে ফেলেছি
কোন একদিন তার,
নষ্ট হয়ে গেছে জীবনের সব স্বাদ তারপর,
পেরিয়ে গেছে ব্যদনার অনেক সময়,
ক্লান্ত হয়েছে হৃদয়,
জীবনের তরে আমি আর
ফিরে আসি নি আবার,
ভালবাসা হারিয়ে গেলে পরে,
মৃত্যু এসে সময়ের বুক থেকে জীবনেরে
নিয়ে যায়, তারপর বদলে দিয়ে যায়
জীবনের সময়,
কিছুই থাকে নাতো আর,
নষ্ট হয়ে যায় জীবনের সব স্বাদ তারপর
নষ্ট হয়ে যায় জীবনের সব স্বাদ তারপর




















No comments:

Post a Comment