নারী - ২
.....ক্ষণে ক্ষণে তার রং বদলায়
প্রতিনিয়ত রঙিন, কখনো ফ্যাকাসে নয়,
কোন রূপের প্রেমে পড়বে বল হায়,
বহুরুপী ছাড়া নারী কি নারী হয়
হ্যা, আরো অবাক হওয়ার বাকি আছে কত,
যুগের পরে যুগ আসে যত ,
নারীর হাসি নিয়ে কথা হবে,
নারীর রূপ নিয়ে কথা রবে ,
নারীর ভালবাসায় সভ্য হবে কত
যুগের পরে যুগ আসবে যত.....
No comments:
Post a Comment