নারী - ৩
....ওরা একে ভালবাসা বলে,
ভালোবাসাহীন ভালবাসা,
তুমি এত শূন্য নোও
তোমাকে এটা ওটা দিয়ে নিগৃহীত করতে হবে,
তোমার প্রয়োজন শুধু ভালবাসার,
এক মানবের ভালবাসা,
ভালবাসার মত ভালবাসা,
ভালবাসার হাত ধরে
অন্য সব কিছু আসবে,
অন্য কিছুর হাত ধরে ভালবাসা আসলে
বোকা বোনে যাবে তুমি,
আইফোন,আইপেড, রঙিন চশমা,
হীরে আর সোনার গহনা দেয়াকে
ওরা ভালবাসা বলে,
এই সব মুচুলেকাগুলো আবেগ ভোলায়,
দিনের সাথে বদলে গিয়ে ভালবসা মরে যায়,
ভালবাসাহীন ভালবাসা নয়,
রূপের পাগল কামার্ত আবেগ কখনো কি প্রেম হয়....
No comments:
Post a Comment